৯ থেকে ১২ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের চার দিন ব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড ‘১৫ মেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ব্যাসিস সফট এক্সপো’র ২৯-৩০ নাম্বার বুথ ছিল মজিলা ফাউন্ডেশনের। এই বুথ-ইভেন্টের জন্য হ্যাশট্যাগ ছিল #mozbasis15.
মজিলিয়ান হিসেবে কিংবা এমনিতেও এরকম ইভেন্টে জীবনের প্রথম বুথ এটেন্ডি হিসেবে অংশগ্রহণ করেছিলাম। আমি মূলত উপস্থিত ছিলাম ১০ ও ১১ তারিখ। সেই সামান্য সময়ের অভিজ্ঞতা নিয়ে এলোমেলো এই ব্লগ পোস্ট।
সম্পূর্ণ সফট এক্সপোর মধ্যে আমার দেখা সবচেয়ে ব্যাস্ত বুথ ছিল আমাদের এই মজিলা ফাউন্ডেশনের বুথ। মানুষের আগ্রহ ছিল তুলনা মূলক অনেক বেশি। মানুষের জানার আগ্রহ মেটাতে মজিলিয়ানরা সর্বদা তৎপর ছিলেন। বুথের পাশাপাশি, ভীড় কমাতে আমরা অনেকে বুথের বাইরে ছিলাম সাপোর্ট দেয়ার জন্য।
আমি সেখানে মূলত ছিলাম FSA সম্পর্কে বলতে। কিন্তু শুধু FSA নয়, এর চেয়ে বরং বেশি আন্যান্য ব্যাপারে বলতে হয়েছে।
আমি মূলত যে ব্যাপারে দর্শনার্থীদের বলতে চেষ্টা করেছি:
- মজিলা কি? আমরা এখানে কেন? আমাদের কি লাভ?
- ফায়ারফক্সের বিভিন্ন সমস্যা সমাধান।
- মজিলায় কিভাবে যুক্ত হব?
- ওয়েব মেকার।
- ফায়রফক্স হ্যালো, ডু-নট-ট্র্যাক, বাংলা বানান শুদ্ধকরণ।
- ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম।
- মজিলা লোকেশন সার্ভিস…….ইত্যাদি।
আমার প্রাপ্তি:
আসলে কোন প্রাপ্তির কথা চিন্তা করে আমি এই ইভেন্টে অংশগ্রহণ করি নি। তারপরও ইভেন্ট শেষে প্রাপ্তির তালিকাও কম লম্বা নয়।
এই ইভেন্ট অংশগ্রহণ করে পেয়েছি আসাধারণ কিছু মজিলিয়ান বন্ধু। (আসলে ছোট-বড় ভাই-বোন)। সময় টুকু ব্যাস্ততার মধ্যেও বেশ আনন্দে কেটেছে। সবাই অনেক সাহায্যকারী এবং বন্ধু সুলভ। আমার একবারের জন্যও মনে হয় নি, আমি তাদের সাথে এই প্রথম আছি। সব সময় মনে হয়েছে এরা আপন, অনেক আগে থেকেই সম্পর্ক আছে। এই ইভেন্ট শেষে তাদের খুব মিস করছি।
পাবলিক-স্পিকিং বলে একটা ব্যাপার আছে। এটায় আমার মনে হয় আমি খুব খারাপ না, আসলে কখনো এভাবে পরীক্ষা করেই তো দেখা হয় নি – এ বিষয়ে আমি কেমন! এই ইভেন্টের বদৌলতে তা হয়ে গেল। অনেক কিছু শিখেছি। কীভাবে মানুষদের সাথে কথা বলতে হয়, কীভাবে দৃষ্টি আকর্ষণ করে কোন পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানাতে হয়, কীভাবে প্রশ্নের উত্তর যথাযথ ভাবে দেয়া যায়, কীভাবে মাথা ঠান্ডা রেখে একটু অপ্রাশঙ্গিক প্রশ্ন কৌশলে উত্তর দেয়া যায় ইত্যাদি ইত্যাদি।
বেশ কয়েকজন ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছিলেন। ফেলে দিয়েছিলাম বেশিভাগই। আসলে কেন দিয়ে যাচ্ছিলেন সেটাই বোধগম্য হচ্ছিল না। পরে বুঝলাম, বোধহয় মজিলার মিশন কিংবা আমার উত্তর শুনে তাদের ভাল লেগেছিল। তাই তারা সংযুক্ত থাকতে চেয়েছিলেন। এটাকে প্রাপ্তির খাতায়ই ফেলা যায়!
আমার ভার্সিটির কিছু সিনিয়র ভাইদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তখন আমি তাদেরকে আমাদের ফায়ারফক্স ক্লাব সম্পর্কে বলেছি, যুক্ত হতে উৎসাহ দিয়েছি। তারা শিঘ্রই যুক্ত হবেন বলে আশা করি। আর এই ইভেন্ট সম্পর্কে জেনে আমার অনেক বন্ধুই ফায়ারফক্স ক্লাবে যোগ দিতে আগ্রহী হয়েছে। তারা কিভাবে মজিলায় অবদান রাখবে সে সম্পর্কে জানতে চাচ্ছে। এ এক বিরাট প্রাপ্তি।